পাবনায় করোনায় শিক্ষা কর্মকর্তার মৃত্যু

ভ্যাকসিন নিয়েও করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহামুদুল হাসান। উপসর্গ নিয়ে রবিবার (১১ এপ্রিল) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিসাধীন অবস্থায় মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।

পাবনার ঈশ্বরদীর সন্তান মাহামুদুল হাসান নাটোর সদর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ঈশ্বরদী পৌর এলাকার বাবুপাড়ার বাসিন্দা ছিলেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে নাটোরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলম জানান, গত মঙ্গলবার (৬ এপ্রিল) মাহামুদুল হাসান অসুস্থ হয়ে পড়েন। তার শ্বাসকষ্ট দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়। করোনার রিপোর্ট পাওয়ার আগেই চিকিসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নাটোর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসরাম রমজান জানান, মাত্র একমাস আগে তিনি নাটোরের অফিসে যোগদান করেছিলেন।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ