পাবনায় লকডাউন চলাকালে দোকানপাট খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালতে ৫ ব্যবসায়কে জরিমানা করা হয়েছে।
সোমবার (২৮ জুন) দুপুরে জেলার সুজানগর পৌর বাজারে এ ঘটনা ঘটেছে।
সুজানগর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান মিজান জানান, সোমবার দুপুরে সুজানগর পৌর বাজারে লকডাউন চলাকালে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকানপাট খোলা রাখার অপরাধে ৫জন দোকানিকে ৬হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এদের মধ্যে দুইজনকে ২হাজার টাকা করে, একজনকে ১হাজার টাকা ও দুইজন দোকানিকে ৫‘শ টাকা করে জরিমানা করা হয়।
সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রওশন আলী ঐ জরিমানা করেন। এ সময় সুজানগর পৌর মেয়র রেজাউল করিম রেজা উপস্থিত ছিলেন।