পাবনায় রেললাইনে দাঁড়িয়ে মোবাইলে কথা বলতে গিয়ে শিক্ষক নিহত

পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি রেললাইনে দাঁড়িয়ে কথা বলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ হারালেন রকিবুল আলম মফিজ (৫০) নামে এক শিক্ষক।

মঙ্গলবার (১৬ মার্চ) সকাল ৮টা ১৫ মিনিটে রাজশাহী হতে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেন মুলাডুলি রেল ক্রসিং অতিক্রম করার এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রকিবুল আলম মফিজ নাটোরের লালপুর উপজেলার কদমছিলান গ্রামের আক্কাস আলীর ছেলে। মফিজ এলাকায় প্রাইভেট শিক্ষক হিসেবে সুপরিচিত ছিলেন।

প্রত্যক্ষদর্শী আব্দুল মজিদ জানান, বনলতা এক্সপ্রেস ট্রেন মুলাডুলি রেলক্রসিং অতিক্রম করার সময় রেললাইনে দাঁড়িয়ে মোবাইলে কথা বলতে ছিলেন প্রাইভেট টিউটর মফিজ। ট্রেন বারবার হুইসেল দিলেও মফিজ মোবাইলের কথা বলায় মগ্ন থাকায় হুইসেল শুনতে পাননি। পরে ট্রেনের চাপায় তাঁর মাথাসহ বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।

সিরাজগঞ্জ রেলওয়ে থানার এস আই সাজ্জাদ হোসেন মুঠোফোনে জানান, খবর পেয়ে জিআরপি পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।

 

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ