মহান স্বাধীনতা দিবসে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার সময় ঢাকা, চট্টগ্রাম ও ব্রাক্ষণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশ ও ছাত্রলীগের হা’মলায় সাধারণ মানুষ নি’হতের প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাবনা জেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
রবিবার (২৭ মার্চ) দুপুরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা কার্যালয়ে এসে সমাপ্ত হয়।
মিছিলে নেতৃত্ব দেন জেলা যুবদলের সভাপতি মুসাব্বির হোসেন সঞ্জু, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমেদ হিমেল রানা, জেলা ছাত্রদল সভাপতি আমিনুল ইসলাম ও সাধারন সম্পাদক কামরুজ্জামান প্রিন্স এবং স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদ রানা।
এছাড়াও মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোবারক হোসেন বাবু, যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান শাহিন, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কমল শেখ টিটু, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন।
সদর উপজেলা যুবদল আহবায়ক ফারুক হোসেন সুজন, পৌর যুবদল আহবায়ক সাইদুল ইসলাম রুপম, সদস্য সচিব শফিকুল ইসলাম শিমুল। পাবনা পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হারুনার রশিদসহ অনেক নেতা ও কর্মীরা।