পাবনায় গত ২৪ ঘন্টায় ৭০ জন হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আর সর্বমোট ৮৭১ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। আর গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত ১০ কে হোম কোয়ারেন্টাইনের ছাড়পত্র দেওয়া হয়েছে।
এদিকে বেড়ায় উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে এক যুবককে আইসোলেশনে রাখা হয়েছে পাশাপাশি ওই যুবকের পরিবারকে হোম কোয়ারেন্টে রেখেছে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। ওই যুবকের বাড়ি নওগাঁ জেলায়। গত বুধবার সে শরীরে জ্বর, গলাব্যাথ্যা নিয়ে বেড়া উপজেলায় শ্বশুর বাড়িতে আসেন।
ওই যুবক শ্বশুরবাড়িতে শিশুসহ ১৬ জন সদস্য রয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁদের সবাইকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বেড়া উপজেলা নিরর্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকী বলেন, ওই যুবকের গায়ে জ্বর ও গলাব্যাথা রয়েছে। তাঁকে আইসোলেশনে রেখে তাঁর শরীরের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তার শ্বশুর বাড়ির লোকজন দরিদ্র হওয়ায় তাঁদের হোম কোয়ারেন্টাইনে রেখে খাবার সরবরাহের উদ্যোগ নিয়েছি।