পাবনায় সিআইডির হাতে মোটরসাইকেল চোর ধরা, মোটরসাইকেল উদ্ধার

পাবনায় প্রতারণার মাধ্যমে নিজেকে সিআইডি পরিচয় দিয়ে হাতিয়ে নেয়া মোটরসাইকেল চোর চক্রের সদস্য মোঃ আলম হোসেন ওরফে সুমন ওরফে লিটনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার রাতে পাবনা সদর উপজেলার দ্বীপচরের লাউপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) জেলা পুলিশ থেকে এতথ্য জানোন হয়।

গ্রেফতারকৃত মোটরসাইকেল চোর সুমন ওরফে লিটন দ্বীপচরের লাউপাড়া এলাকার মোঃ শহিদুল্লাহ ও মোছাঃ আলেয়া খাতুনের সন্তান।

এতে বলা হয়, পাবনা জেলা গোয়েন্দা বিভাগ কর্তৃক গত বুধবার রাতে গোপনে সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিআইডি পরিচয়ে মোটরসাইকেল হাতিয়ে নেয়া সংক্রান্তের প্রতারক মোঃ আলম হোসেন ওরফে সুমন ওরফে লিটনকে গ্রেফতার করা হয় এবং তার নিকট হতে খোয়া যাওয়া একটি নীল রংগের RTR-160 CC মোটরসাইকেল উদ্ধার মুলে জব্দ করা হয়।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ