পাবনায় মাস্ক ব্যবহারে জনসচেতনায় প্রশাসনের উদ্যোগে মানববন্ধন

পাবনায় আসন্ন শীতে কোভিড-১৯ এর ২য় ডেউ মোকাবেলায় স্বাস্থ্য বিধি অনুসরন নিশ্চিতকল্পে জনসচেতনা বৃদ্ধির উদ্দেশ্যে মানববন্ধন হয়েছে। 

মঙ্গলবার পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে শহরের অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির সামনে অনুষ্ঠিত মানববন্ধনে জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, জেলা প্রশাসক কবীর মাহমুদ, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন এনজিও এবং সামাজিক, সাংস্কৃতি সংগঠন অংশ নেন।

মানববন্ধন চলাকালে বক্তারা করোনা থেকে নিজেদের সুরক্ষায় সকলকে মাস্ক ব্যবহার করতে অনুরোধ জানান। মাস্ক ছাড়া কাউকে কোন ধরনের সার্ভিস দেওয়া হবে না বলে উল্লেখ করেন। মানববন্ধন চলাকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক ও সাবান বিতরণ করা হয়।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ