বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মার্বেল পাথরের তৈরি বঙ্গবন্ধুর মুর্যাল উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) রাতে এই মুর্যালের উদ্বোধন করা হয়।
এসময় সর্বপ্রথম বঙ্গবন্ধুর মুর্যালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দেশবরেন্য শিল্পোদ্যোক্তা ও স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু। পরে তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ১০০ পাউন্ড ওজনের কেক কাটেন।
এসময় পাবনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি বলেন, পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এতদিন জাতির জনক বঙ্গবন্ধুর কোন স্থায়ী প্রতিকৃতি না থাকায় দলীয় নেতাকর্মীরা অস্থায়ীভাবে প্রতিকৃতি স্থাপন করে শ্রদ্ধা জানিয়ে আসছিল। নান্দনিক মার্বেল পাথরের এই মুর্যাল তৈরির মাধ্যমে নেতাকর্মীদের দীর্ঘদিনের সেই প্রত্যাশা পূরণ হল। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর শুরুতে এটি উদ্বোধন হওয়ায় আমরা আনন্দিত খুশি।
বীরমুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু বলেন, বঙ্গবন্ধু জাতির মুক্তির প্রতীক। বঙ্গবন্ধুকে দলমত সবাই ধারণ করে এবং লালন করে। যারা বঙ্গবন্ধুকে ভালবাসেনা তারা এদেশের শত্রু। তাই তাদের চিহিৃত করে তাদের চিরতরে প্রত্যাখ্যান করতে হবে।
পাবনা সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ মোশারোফ হোসেন, পাবনা পৌরসভার মেয়র কামরুল হাসান মিন্টু, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক কামিল হোসেন, উপ-প্রচার সম্পাদক হাজী শরীফ, সাংগঠনিক সম্পাদক মনির উদ্দিন আহম্মেদ মান্না, পাবনা জেলা যুবলীগের আহবায়ক আলী মতুর্জা বিশ্বাস সনি, যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, শেখ রনি, ফাহিমুল কবির খান শান্ত, স্বেচ্ছাসেবক লীগ নেতা সেলিম আহমেদ, পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সম্পাদক সৈকত আফরোজ আসাদ, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক উৎপল মির্জা, এটিএন নিউজ প্রতিনিধি রিজভী জয়, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শাজাহান মামুনসহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।