পাবনার সাঁথিয়া উপজেলায় ইঞ্জিন বিকল হয়ে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি পাথারবোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মিনি কাভার্ডভ্যানের ড্রাইভার ও হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার (০৪ অক্টোবর) সকালে উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের শরিষা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহরা হলেন- কিশোরগঞ্জের ভৈরব উপজেলার জগন্নাথপুর গ্রামের সিহাব উদ্দিন মিয়ার ছেলে সাগর মিয়া (২৮), অপরজন একই উপজেলার চাতারকান্দি এলাকার মনির হোসেন (১৯)।
পুলিশ ও স্থানীয়রা জানান, কিশোরগঞ্জের ভৈরব থেকে মালবাহী একটি মিনিকাভার্ডভ্যান পাবনার সাঁথিয়ার দিকে আসতেছিলো। অপরদিকে গতকাল রাত থেকে শরিষা ব্রিজের মহাসড়কে একটি পাথরবোঝাই মালবাহী ট্রাক ইঞ্জিল বিকল হয়ে পড়েছিল। সাঁথিয়াগামী মিনিকাভর্ডভ্যানটি পিছন থেকে দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ড্রাইভার ও হেলপার নিহত হোন। এসময় স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে মাধপুর হাইওয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা আরও জানান, একটি ট্রাক ধামানো ছিলো। সেই ট্রাকের পিছনে ধাক্কা লেগে এ ঘটনা ঘটেছে। অনেকক্ষন থামানো থাকলেও কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ করেনি। এখানে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। এর আগেও কয়েকবার এখানে অনেক মানুষের প্রাণ ঝড়েছে।
মাধপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম আজাদ বলেন, মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।