কোভিড-১৯ এর ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করেছিলেন পাবনার সুজানগর উপজেলার আব্দুর রাজ্জাক ও মোছা. হাসিনা খাতুন। প্রায় ৭ মাস আগে এই রেজিস্ট্রেশন করলেও তারা ভ্যাকসিন না নিয়েও এরই মধ্যে তারা পেয়ে গেছেন গ্রহণের সার্টিফিকেট।
মোবাইলে আসা নাম্বার দিয়ে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট করেন তারা। এতে দেখা যায়, তাদেরকে ভ্যাকসিন দেয়া হয়ে গেছে। আছে ভ্যাকসিন গ্রহণের তারিখও। অনেকটা অবাক হয়ে আসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তা দেখে বিভ্রান্তির মধ্যে পড়েন ভ্যাকসিন প্রদানের দায়িত্বে থাকা কর্মকর্তারা।
ভ্যাকসিন না নিয়েও সার্টিফিকেট পাওয়া আব্দুর রাজ্জাক সুজানগর পৌরসভার ৩নং ওয়ার্ডের ভবানীপুর (কাঁচারীপাড়া) এলাকার মৃত বেলায়েত আলী প্রামাণিকের ছেলে এবং অপরজন হলেন একই এলাকার আব্দুর রাজ্জাকের স্ত্রী মোছা. হাসিনা খাতুন।
গ্রহণের সার্টিফিকেটে আব্দুর রাজ্জাকের কোভিড-১৯ ভ্যাকসিন-১ম ডোজ গ্রহণের তারিখ ০৯-০৮-২০২১ এবং ২য় ডোজ গ্রহণের তারিখ ০৯-১০-২০২১ উল্লেখ করা হয়েছে। মোছা. হাসিনা খাতুনেরও কোভিড-১৯ ভ্যাকসিন ১ম ডোজ গ্রহণের তারিখ ০৯-০৮-২০২১ এবং ২য় ডোজ গ্রহণের তারিখ ০৯-১০-২০২১ উল্লেখ করা হয়েছে ।
বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন দিতে আসেন আব্দুর রাজ্জাক ও হাসিনা খাতুন। ভ্যাকসিন গ্রহণের জন্য পূর্বের করা রেজিস্ট্রেশন কার্ড নিয়ে হাসপাতালে ভ্যাকসিন প্রদানের নির্ধারিত বুথে এসে বিভিন্নজনের সঙ্গে কথা বলতে দেখা যায় তাদের।
অভিযোগ করে আব্দুর রাজ্জাক বলেন, গত বছরের আগস্ট মাসের ৭ তারিখে ভ্যাকসিন গ্রহণের জন্য তিনি এবং তার স্ত্রী রেজিস্ট্রেশন করেন অনলাইনে। মোবাইলেও ম্যাসেজ আসে। কিন্তু পারিবারিক নানা ব্যস্ততার কারণে আমাদের ভ্যাকসিন নেওয়া হয়নি। বৃহস্পতিবার সকালে ভ্যাকসিন গ্রহণের জন্য রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট দিয়ে দেখেন কার্ডে ভ্যাকসিন গ্রহণের দিন-তারিখ উল্লেখ রয়েছে। পরে কার্ডের নাম্বার নিয়ে অনলাইনে গিয়ে দেখা যায় ভ্যাকসিন গ্রহণের সার্টিফিকেট এসেছে।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তোহা মো. শাকিল জানান, এ ধরনের ঘটনা একাধিক ব্যক্তির ক্ষেত্রেই ঘটেছে বলে আমি জানতে পেরেছি। এটি ওয়েবসাইটের সমস্যা। তবে এ ধরনের ঘটনা যাদের ক্ষেত্রে ঘটেছে তাদের রেজিস্ট্রেশন কার্ডে হাতে লেখে সংশোধন করে একই রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকা দেওয়া হবে।
এব্যাপারে পাবনার সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী বলেন, বিষয়টি আমাকে এখনো অফিসিয়ালি কিছু জানানো হয়নি। স্বাস্থ্য কমপ্লেক্সে জানালে সমাধানের ব্যবস্থা করা হবে। তবে এধরনের ঘটনা ওয়েবসাইট জটিলতায় ঘটতে পারে।