পাবনায় ভেজাল কারখানায় র‌্যাবের হানা, বিপুল হ্যান্ড স্যানিটাইজার জব্দ

পাবনা সদর উপজেলার ইমপেল ল্যাবটারী নামের একটি হ্যান্ড স্যানিটাইজার তৈরির কারখানায় অভিযান চালিয়ে চালিয়েছে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের একটি দল। এসময়  বিপুল পরিমান অবৈধ ভাবে তৈরি হ্যান্ড স্যানিটাইজার জব্দ ও কারখানা মালিককে জরিমানা করেছে।

র‌্যাব ক্যাম্প সূত্র জানায়, পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানাী কমান্ডার আমিনুল কবীর তরফদারের নেতৃত্ত্বে মঙ্গলবার বিকেলে পাবনা সদর উপজেলার ইসলামপুর এলাকায় রফিকুল ইসলামের মালিকাধীন ইমপেল ল্যাবটারীতে অভিযান চালায় র‌্যাবের একটি দল।

এসময় ওই কারখানায় অবৈধ ভাবে তৈরি বিপুল পরিমানের হ্যান্ড স্যানিটাইজার জব্দ করে। পরে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান অনুমোদনহীন ভেজাল হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন ও বাজারজাত করার দায়ে কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা করেন এবং এক হাজার ৭’শ বোতল হ্যান্ড স্যানিটাইজার জব্দ করে ধ্বংষ করেন।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ