পুর্ব শক্রুতা ও জমিজমা বিরোধের জেরে পাবনার ঈশ্বরদীতে শাহিনা খানম নিলু (৫২) নামের এক গৃহবধুকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৫ আগষ্ট) দুপুরের দিকে উপজেলার মুলাডুলি ইউনিয়নের ফরিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহিনা খানম ফরিদপুর গ্রামের মৃত রবিউল ইসলাম বাচ্চুর স্ত্রী।
স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, গত ৪ বছর আগে নিহতের স্বামী রবিউল ইসলাম বাচ্চুর মৃত্যু হয়। এরপর ওই বাড়িতে অনার্স পড়ুয়া ছেলেকে নিয়ে শাহিনা বসবাস করতেন। আজ দুপুর ২ টার দিকে বাড়ির পাশের দু’জন মহিলা তার সঙ্গে দেখা করতে বাড়িতে গিয়ে দেখতে পায় গলাকাটা অবস্থায় সে ঘরের মেঝেতে পড়ে আছে। তখন বাড়িতে আর কেউ ছিল না। এসময় চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে আসে। তখন থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
নিহত শাহিনা খানম নিলুর ছোট নাছিমা খানম অভিযোগ করে বলেন, আমার বোনকে পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে তাকে হত্যা করা হতে পারে বলে আমরা ধারনা করছি। এ হত্যাকান্ডের সঙ্গে আমার ভগ্নিপতির (মৃত রবিউল ইসলাম বাচ্চু) আত্মীয়স্বজনরা জড়িত থাকতে পারে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। আমরা এখনো ঘটনাস্থলে রয়েছি।বিষয়টি তদন্ত করে পরে বিস্তারিত জানাতে পারবো।
জমিজমা নিয়ে বিরোধ ছিল কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এমন ঘটনা থাকতে পারে। তবে তদন্ত হওয়ার আগে এগুলো বলা কঠিন। মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।