কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে পাবনা পৌর বিএনপির উদ্যোগে তেল, চাল, ডাল, পিঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ভয়াবহ ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং গ্যাস-বিদ্যুৎ-পানির মূল্য বৃদ্ধির অপতৎপরতা বন্ধের দাবিতে লিফলেট বিতরণ ও সমাবেশ করেছে নেতাকর্মীরা।
শনিবার (২ এপ্রিল) দিনব্যাপী পাবনার পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাশিপুর হাটসু বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ করেন বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।
লিফলেট বিতরণে নেতৃত্বদেন পাবনা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লালু, সিনিয়র সহ-সভাপতি সাঈদ হোসেন, সিনিয়র যুগ্ন সম্পাদক আরিফুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আরিফ খান।
উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, একেএম মুসা, নুর মোহাম্মদ মাসুম বগা, আনিসুল হক বাবু, রেহানুল ইসলাম বুলাল, আবু বকর সিদ্দিক মকু, জহুরুল ইসলাম, মোসাবি্বর হোসেন সন্জু, হিমেল রানা, আরিফ চৌধুরী, মাসুদ রানাসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।
এছাড়াও জেলা যুবদল, জেলা স্বেচ্ছাসেবক দল, জেলা ছাত্রদল, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদল, জেলা মহিলা দল, জেলা ম্যসজীবিদল, পাবনা সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং পৌর বিএনপির সকল ওয়ার্ডের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।