পাবনায় পৃথক পৃথক উপজেলায় বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে সাত বছরের এক শিশু।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বৃষ্টির সাথে বজ্রপাতে জেলার আটঘরিয়া, চাটমোহর, সুজানগর ও আতাইকুলায় পাঁচজন বজ্রপাতে আহত হয়। তাদেরকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর চারজনকে মৃত ঘোষণাা করেন চিকিৎসক।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন, আটঘরিয়ার চাঁদভা চকপাড়া গ্রামের লবা’র ছেলে হাশেম (৩৭), সুজানগর উপজেলার শানিতপুর দুলাই গ্রামের রওশন আলীর ছেলে জলিল আলী সরদার (৫০), চাটমোহর উপজেলার হান্ডিয়াল কান্নিগ্রামের ইউনুছ আলীর ছেলে শরিফুল ইসলাম (২৫) ও আতাইকুলা তেলেগ্রামের মনিরুলজ্জামান মনি (১৯)। আহত শিশু হৃদয়কে (৭) আটঘরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
জানা গেছে, নিহতদের মধ্যে তিনজন মাঠে কাজ শেষে বাড়ি ফিরছিলেন, অপর একজন মাঠে ঘুড়ি উড়াচ্ছিলেন।
তাদের মৃত্যুর বিষয়টি স্ব স্ব এলাকার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা নিশ্চিত করেছেন।