পাবনার চাটমোহর উপজেলায় বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন। এ সময় কৃষকদের দুই গরুও মারা যায়। রবিবার (৩১ জুলাই) বিকেলে ফৈলজানা ইউনিয়নের ছাইকোলা বিলের মাঠে এঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফৈলজানার কচুগাড়ি গ্রামের শওকত হোসেনের ছেলে সাইফুল ইসলাম (৪০) ও মো. মফিজ উদ্দিনের ছেলে রেজাউল করিম (৩৬)। সম্পর্কে তারা চাচাত ভাই।
বিষয়টি নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, বিকেলের দিকে বৃষ্টিপাত শুরু হলে তারা মাঠ থেকে বাড়ি ফিরতে ছিলেন। কিছু দূর যাওয়ার পরে বজ্রপাতে সাইফুল ও তাদের গরু মারা যায়, অপরজন রেজাউল করিম গুরুতর আহত হন। এসময় মাঠের অন্যান্য কৃষকরা আহত রেজাউল করিমকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।