পাবনার ঈশ্বরদীতে ফসলের মাঠ উদ্ধারকৃত অর্ধগলিত বৃদ্ধের লাশের পরিচয় ৮ দিনেও জানা যায়নি। ১৮ জুন দুপুরে উপজেলার পাকশী ইউনিয়নের চররূপপুর নওদাপাড়া গ্রামের একটি মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। তার আনুমানিক ৬৫ বছর।
পাকশী ফাঁড়ির ইন্সপেক্টর শহিদুল ইসলাম শনিবার জানান, অনেক প্রচেষ্টা চালিয়েও বৃদ্ধের পরিচয় এখনও সনাক্ত করা সম্ভব হয়নি। ছবিসহ সংবাদ মাধ্যমে প্রচার হলে পরিচয় জানা যেতে পারে বলে তিনি জানিয়েছেন।
তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে নওদাপাড়ায় একটি মাঠের পাশে বৃদ্ধ এক পুরুষকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে থানা বিকেলে দিকে লাশটি উদ্ধার করে। পড়নে সাদা রংয়ের লুঙ্গি, সুরমা রংয়ের ফুলহাতা গেঞ্জির নীচে ফুলহাতা জ্যাকেট পরিহিত অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধার হয়। ময়না তদন্ত শেষে গত ১৯ শে জুন মৃতদেহ আনজুমান মফিদুল ইসলাম পাবনায় দাফন করা হয়েছে।
এব্যাপারে থানায় জিডি দায়ের হয়েছে। তবে ময়না তদন্তের রিপোর্ট পাওয়া যায়নি