পাবনায় পাসের হার বেড়েছে, জিপিএ-৫ আকাশচুম্বি

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় এবার পাবনা জেলায় ৯৩ দশমিক ৮৭ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। এবার এই বোর্ডে পাসের হার ৯৪ দশমিক ৭১ শতাংশ। জেলা হিসেবে পাবনা রাজশাহী বিভাগে সবার নিচে। তবে গত বছরের তুলনায় বেড়েছে। গত বছর পাবনায় পাসের হার ছিল ৮৯ দশমিক ৫৬ শতাংশ।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টায় শিক্ষা বোর্ড থেকে এই ফলাফল প্রকাশ করা হয়েছে। এর আগে সকালে ভিডিও কনফারেন্সে মাধ্যমে এসএসসি ও সমমানে পরীক্ষার সারা দেশের ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সংবাদ সম্মেলনে ফলের বিস্তারিত বিশ্লেষণ তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

পাবনা জেলা থেকে এবার পরীক্ষায় অংশ নিয়েছিল ৩০ হাজার ১৩৭ জন শিক্ষার্থী। তার মধ্যে পাস করেছে ২৮ হাজার ২৮৯ জন শিক্ষাথী। ফলে পাসের হার ৯৩ দশমিক ৮৭ শতাংশ।

আর জিপিএ-৫ এর দিক দিয়ে গত বছরের তুলনায় প্রায় ৫ গুণ বেশি। এবার পাবনায় জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৪৪০ জন। গত বছর (২০২০) পাবনায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ৬শ।

এবার পাবনা জেলায় ১৫ হাজার ৪৬৩ জন ছাত্র (ছেলে) পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এর মধ্যে পাস করেছে ১৪ হাজার ৩৮৮ জন ছাত্র। ছেলের পাসের হার ৯৩ দশমিক ০৫ শতাংশ আর মেয়ের মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছিল ১৪ হাজার ৬৭৪ জন। এর মধ্যে পাস করেছে ১৩ হাজার ৯০১ জন ছাত্রী। মেয়ের পাসের হার ৯৪ দশমিক ৭৩ শতাংশ। ফলে পাসের দিক দিয়ে পাবনায় ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে।

যেভাবে অনলাইন ও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানা যাবে

ইন্টারনেটে http://www.educationboardresults.gov.bd ওয়েবসাইট ভিজিট করে ফলাফল জানা যাবে। এ ওয়েবসাইটে গিয়ে রোল নাম্বার, পরীক্ষার (Examination) নাম এবং বোর্ড সিলেক্ট (Select) করে সাবমিটি বাটনে (Submit Button) ক্লিক করে ফলাফল জানা যাবে।

শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে রেজাল্ট জানতে প্রায় প্রতিবছর অতিরিক্ত ট্রাফিকের কারণে সার্ভার সংক্রান্ত সমস্যা হয়। তাই ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট জানতে কিছুটা বেশি সময় লাগতে পারে। এ জন্য বিকল্প রয়েছে।

মোবাইল ফোনে ফলাফল জানবেন যেভাবে:

মোবাইলে এসএমএস-এর মাধ্যমে ফল পাওয়ার জন্য SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণস্বরূপ: SSC DHA 123456 2018 পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য Dakhil লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণস্বরূপ: Dakhil MAD 123456 2018 পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আবেদন নেওয়া হবে অনলাইনে। আবেদন নেওয়া শুরু হবে ৫ জানুয়ারি থেকে। ২ মার্চ থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে। সম্প্রতি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় এমন সিদ্ধান্ত জানানো হয়েছে।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ