পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ৯ দালালকে আটক করেছে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড ও কারাদণ্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব পাবনা ক্যাম্পের সদস্যরা এই অভিযান চালায়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) রোকসানা মিতা।
র্যাব পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার আমিনুল কবীর তরফদার জানান, একটি সক্রিয় দালাল চক্র মোটা অংকের টাকার বিনিময়ে সাধারণ মানুষকে পাসপোর্ট করিয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে আসছিল। এমন খবরের ভিত্তিত্বে র্যাব সদস্যরা পাসপোর্ট অফিস চত্বরে অভিযান চালিয়ে পাবনা সদর উপজেলার পৌর এলাকার আটুয়া কলাবাগান, চক ছাতিয়ানী, গোবিন্দা ও তারাবাড়িয়া এলাকার শিপন (৩২), উজ্জল শেখ (৩০), সিদ্দিকুর রহমান (৩৫), শফি ইসলাম (২৫), রিপন (৩৩), আলম হোসেন (২৮), মিলন শেখ (২৭), জাহিদ মালিথাকে (২৯) আটক করে।
পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক রোকসানা মিতা আটককৃতদের দোষী সাবস্ত করে সর্বনিম্ন ৫ দিন ও সর্বোচ্চ ২ মাসের কারাদণ্ড ও প্রত্যেককে ৫শ’ টাকা করে জরিমানা করা হয়। পরে আসামিদের পাবনা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।