পাবনায় সদ্য যোগ দেয়া পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম এর নির্দেশনায় আবারও পর্নোগ্রাফিবিরোধী অভিযান চালানো হয়েছে। এসময় কম্পিউটারে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিতরণের জন্য একজনকে গ্রেফতার করা হয়।
তরুনণ ও কিশোরদের পর্নোগ্রাফির হাত থেকে রক্ষা করতে ধারাবাহিকা অভিযানের অংশ হিসেবে শনিবার (৯ জানুয়ারি) রাতে পাবনা সদর উপজেলার আতাইকুলার তেবাড়ীয়া বাজারে পর্নোগ্রাফিবিরোধী অভিযান চালানো হয়।
জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা মোতাবেক আতাইকুলা থানা এলাকায় বখাটে ছেলেদের বেআইনি কার্যকলাপ রোধকল্পে আফিসার-ফোর্স সহ মোটরসাইকেল টহল ডিউটি করা অবস্হায় রাত পৌনে ৮টার দিকে তেবাড়ীয়া বাজারে মেরিনা স্টোর নামক কম্পিউটার দোকানে আকস্মিক অভিযান পরিচালনা করা হয়।
এসময় কম্পিউটারে পর্নোগ্রাফি সংরক্ষণ করে বিভিন্ন ব্যক্তির কাছে সরবরাহ করার প্রমাণ পাওয়ায় দোকান মালিক দয়ারামপুরেরর চাঁদ আলীর ছেলে মো. মিলন হোসেন (২৪) কে গ্রেফতার ও আলামত জব্দ করা হয়। এব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।