পাবনায় পদ্মা নদীতে মিলল গলিত লাশ

পাবনার সুজানগর উপজেলায় পদ্মা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরের দিকে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়ণের নারুহাটি পক্কীর মোড় পয়েন্টের পদ্মা নদী থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের নাম-পরিচয় জানা যায়নি। লাশ প্রায় পুরোপুরি গলে যাওয়ায় আনুমানিক বয়সও ধরা যাচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- তাকে হত্যার পর পদ্ম নদীতে ভাসিয়ে দেয়া হয়েছে।

বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, দুপুরের দিকে ওই এলাকার মৎস্যজীবীরা নদীতে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সারা দেশে থানাগুলোতে লাশের পোশাক ও বর্ণনা দিয়ে ম্যাসেজ পাঠানো হয়েছে। এবিষয়ে তদন্তের পর বিস্তারিত জানা যেতে পারে বলেও জানান ওসি আব্দুল হান্নান।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ