পাবনায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঢুকে গেল ঘরে, ঘুমন্ত যুবক নিহত

পাবনায় নিয়ন্ত্রণ হারিয়ে আলুবোঝাই একটি ট্রাক সড়কের পাশে বসত ঘরে ঢুকে গেছে। এ সময় ওই ট্রাকটির নিচে চাপা পড়ে লিটন আলী নামে (২৫) এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার হান্ডিয়ালে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিটন আলী একই এলাকার কালীপদ হাড়ির ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে হান্ডিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন জানান, লিটন আলী স্ত্রী ও সন্তান নিয়ে চাটমোহর-মান্নাননগর সড়কের পাশে ঘর তুলে বসবাস করছিলেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে নিজের ঘরে ঘুমাচ্ছিলেন লিটন আলী। এ সময় মান্নাননগর থেকে ছেড়ে আসা চাটমোহরগামী আলুবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তার ঘরের মধ্যে ঢুকে পড়ে। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান লিটন আলী। পরে স্থানীয়রা ট্রাক আটক করে পুলিশে খবর দেন।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ