পাবনায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, ভ্যান চালক নিহত

পাবনায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের গাছের সাথে সজোরে ধাক্কা খেয়ে ভ্যান চালক নিহত হয়েছেন। শুক্রবার (১০ সেপ্টেম্বর) ভাঙ্গুড়া উপজেলার নৌবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ভ্যান চালক অষ্টমনিষা ইউনিয়নের বড়বিশাকোল গ্রামের বাবলু মোল্লার ছেলে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়সাল বিন আহসান জানান, শুক্রবার বাড়ি থেকে খালি গাড়ি নিয়ে বাজারের উদ্দেশ্য বের হয় ভ্যানচালক মাসুম। পথিমধ্যে বেলা ১২ টার দিকে নৌবাড়িয়া ভ্যানষ্ট্যান্ড মোড়ে পৌঁছালে তাঁর ভ্যানগাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের গাছের সাথে সজোরে ধাক্কা খায়।

এসময় গাড়িসহ ছিটকে রাস্তার পাশের ডোবায় পানিতে পড়ে যায়। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, এব্যাপারে তাঁর পরিবারের কোন অভিযোগ না থাকায় আইনানুগ ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ