করোনা সঙ্কটময় পরিস্থিতিতে সংক্রামন বিস্তার রোধে জরুরি সেবা পণ্য উৎপাদন ও বিপনন ব্যাতিত সরকার দোকান পাঠ শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন।
এই সরকারি নির্দেশনা উপেক্ষা করে পাবনা শহরের শাহ আলম মার্কেট খোলা রাখার অপরাধে পাবনার সহকারী কমিশনার (ভূমি) রোখসানা মিতা সেনাবাহিনীর টিমসহ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে মার্কেটের ১০/১২টা দোকানের সত্ত্বাধীকারিদের প্রতিজনে ২০০ টাকা জরিমানা করে সতর্ক করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে কিছু দোকানদার জানান, শাহ আলম মার্কেটের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিন্টু পাবনা চেম্বার অব কমর্সের পরিচালক হওয়ায় সবাইকে দোকান খুলতে উদ্বুদ্ধ করেন।
এর আগে সৈকত ইলেকট্রনিকের সত্ত্বাধীকারি মিন্টু কে ৫,০০০ হাজার টাকা জরিমানা করা হয়। তারা আরও বলেন করোনায় আমাদের ব্যবসা বাণিজ্য ক্ষতি হচ্ছে তবুও দেশ ও জাতির কল্যাণে সামাজিক দূরত্ব বাজায় রাখতে আমরা দোকান বন্ধ রাখবো।