বার্তা সংস্থা পিপ (পাবনা) : চেয়ারম্যান পদে উপ-নির্বাচন উপলক্ষে বেড়া উপজেলা আ.লীগের বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় জেলার ২ জন সংসদ সদস্যসহ উপজেলা আ.লীগের অঙ্গসংগঠনের নেতা কর্মীরা অংশ নেয়।
শনিবার (২৮ নভেম্বর) বেড়া সরকারি ডিগ্রী কলেজ মাঠে বেলা সাড়ে দশটায় বর্ধিতসভা অনুষ্ঠিত হয়।
এদিকে ২ এমপি আচরণ বিধি ভঙ্গ করে নির্বাচনী এলাকায় প্রভাব সৃষ্টি ও নির্বাচনী সমাবেশ করার অভিযোগ তুলেছেন আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন।
বেড়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রশিদ দুলালের পরিচালনায় উক্ত নির্বাচনী সভায় উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি শ্রী অনিল কুমার সাহা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এ্যাড. শামসুল হক টুকু এমপি এবং প্রধান বক্ত পাবনা সদর আসনের এমপি গোলাম ফারুক প্রিন্স।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ রেজাউল রহিম লাল, জেলা আ.লীগের সহ সভাপতি এম সাইদুল হক চুন্নু, পাবনা জেলা আ.লীগের প্রচার সম্পাদক কামিল হোসেন, পাবনা জেলা আ.লীগের শ্রম বিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৮ পাবনা-২ আসনের সাবেক এমপি ও সাবেক জেলা আ.লীগের সহ সভাপতি আজিজুল হক আরজু, জেলা আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাড. বেলায়েত আলী বিল্লু, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক শ্রী বিজয় ভুষণ রায়, জেলা আ.লীগের কার্যকরী সদস্য এইচ এম ফজলুর রহমান মাসুদ ও জেলা আ.লীগের কোষাধ্যাক্ষ আলহাজ্ব আব্দুল হান্নান।
উক্ত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স, এমপি। এছাড়াও সভায় বক্তব্য রাখেন, পৌর আ.লীগের সভাপতি মো. মানু মান্নান, উপজেলার মাসুমদিয়া ইউপি চেয়ারম্যান মো. মিরোজ হোসেন, রুপপুর ইউপি চেয়ারম্যান, মো. উজ্জল হোসেন, পুরান ভারেঙ্গা ইউপি চেয়ারম্যান রফিকুল্লা, কৈটলা ইউপি চেয়ারম্যান শওকত আলী, নতুন ভারেঙ্গা ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন,হাটুরিয়া-নাকালিয়া ইউপি চেয়ারম্যান মোস্তফিজুর রহমান প্রমুখ।
তবে উক্ত সভায় আওয়ামী লীগ মনোননীত প্রাথী রেজাউল হক বাবু উপস্থিত থাকার কথা থাকলেও গুরুতর অসুস্থ্য হয়ে ঢাকা খাজা ইউনুস আলী হাসপাতালে ভর্তি আছেন বলে জানা যায়।
এদিকে দুই এমপি ও জেলা পরিষদ চেয়ারম্যান আচরণ বিধি ভঙ্গ করে নির্বাচনী এলাকায় প্রভাব সৃষ্টি ও নির্বাচনী সমাবেশ করেছেন বলে অভিযোগ তুলেছেন স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন। তিনি এর প্রতিকার চেয়ে নির্বাচনী অফিসে অভিযোগ জমা দিয়েছেন বলে জানা গেছে।