পাবনায় নিখোঁজের ৩ দিন পর মিলল শিশুর লাশ

ফাইল ছবি

পাবনার ফরিদপুর উপজেলায় নিখোঁজের তিন দিন পর সুমনা (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার সোনাহারা গ্রামের বাড়ি থেকে কিছুদূরে রবিউল ইসলামের নির্মাণাধীন বাড়ির বারান্দায় তার মরদেহ পাওয়া যায়।

নিহত সুমনা ফরিদপুর উপজেলার বনওয়ারীনগর ইউনিয়নের সোনাহারা গ্রামের সজিব হোসেনের মেয়ে।

ফরিদপুর থানার ওসি আবুল কাশেম আজাদ জানান, গত ১৪ মার্চ শনিবার বিকালে বাড়ির পাশে খেলাধুলা করতে গিয়ে নিখোঁজ হয় শিশু সুমনা। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার সন্ধান পাওয়া যায়নি। পর দিন রোববার ফরিদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন সুমনার বাবা।

মঙ্গলবার সকাল ১০টার দিকে বাড়ি থেকে কিছুদূরে রবিউল ইসলামের নির্মাণাধীন বাড়ির বারান্দায় শিশু সুমনার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ শিশুটির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

তবে কারা কী কারণে শিশুটিকে হত্যা করেছে সেটি জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ