পাবনায় নমুনা সংগ্রহ কমেছে ৮০ শতাংশ, অথচ এক মাসেই রোগী বেড়েছে দ্বিগুণ!

পাবনায় হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এক মাসের ব্যবধানে আক্রান্ত সংখ্যা দ্বিগুণ হয়েছে। কিন্তু নমুনা পরীক্ষা কমে গেছে ৮০ শতাংশ। এর পরও একবার নমুনা দিয়ে রিপোর্ট পেতে অধীর আগ্রহে অপেক্ষা করতে হচ্ছে ২০ দিন থেকে ২৫ দিন এবং কখনও তা এক মাসও লেগে যাচ্ছে। এতে করোনার উপসর্গে থাকা এবং করোনা রোগীসহ তাদের স্বজনদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি।

পাবনায় মেডিকেল কলেজ এবং পুরান ২৫০ শষ্যা বিশিষ্ট হাসপাতাল থাকলেও জেলায় করোনা ভাইরাস পরীক্ষার জন্য পিসিআর ল্যাব নেই। রাজশাহী ল্যাবে পাবনা থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষা হতো। কিন্তু সীমাবদ্ধতার কারণে রাজশাহী ল্যাবে পাবনার সংগৃহীত নমুনা নেয়া কমে গেছে।

তবে নমুনা সংগ্রহে ধস নামলেও আক্রান্ত বাড়ছে হু হু করে। বৃহস্পতিবার (৩০ জুলাই) পাবনায় করোনা ভাইরাসের রোগী শনাক্ত হয়েছে ২১ জনের শরীরে। নতুন করে এই ২১ জনসহ পাবনায় জেলায় মরণঘাতি এই করোনা ভাইরাসের আক্রান্ত রোগী সংখ্যা দাঁড়িয়েছে ৮৪৩ জন।

অথচ গত মাসের ২৯ জুুন পাবনায় মোট রোগী সংখ্যা ছিল ৪৪৬ জন। এক মাসের ব্যবধানে আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) পাবনায় জেলায় মরণঘাতি এই করোনা ভাইরাসের আক্রান্ত রোগী সংখ্যা দাঁড়িয়েছে ৮৪৩ জনে, যা দ্বিগুণ।

এছাড়াও পাবনায় জেলায় এ পর্যন্ত করোনায় ১১ জন এবং করোনা উপসর্গে ১৩ জনসহ জেলায় ২৪ জন মারা গেলেন। অপরদিকে ৪০৩ জন করোনা ভাইরাস থেকে সুস্থ্য হয়েছেন।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ