পাবনা শহরে দেয়াল চাপায় তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বাড়ির উঠানে ইটের দেয়ালের পাশে খেলছিল শিশু রাহেনুল ইসলাম। এসময় দেয়ালটি ভেঙে রাহেনুলের ওপর পড়লে সে মারা যায়।
শনিবার (৬ মার্চ) দুপুরে শহরের গোবিন্দা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাহেনুল নীলফামারি জেলার ইনতাজ উদ্দিনের ছেলে। ইনতাজ উদ্দিন পাবনায় স্কয়ার কোম্পানীতে চাকরির সুবাদে গোবিন্দা এলাকার আবুল হোসেন বাড়ীতে ভাড়া থাকতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল হোসেনের বাড়ীর পাশে বিপ্লব হোসেনের বাড়ির নির্মাণকাজ চলছে। ঐ বাড়ীর নির্মাণ কজের জন্য ইট ভেঙ্গে প্রাচীর ঘেঁষে রাখা হচ্ছিল। সকালে রাহেনুল ঐ প্রাচীরের পাশে খেলা করছিল। এসময় হঠাৎ পাচীর ভেঙ্গে পড়লে রাহেনুল তার নিচে চাপা পড়ে। পরে তাকে উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।শুক্রবার (০৫ মার্চ) নীলফামারী থেকে রাত সাড়ে ১০টার দিকে ইনতাজ উদ্দিন পরিবারসহ ভাড়াবাড়িতে এসেছিলেন।
এ ঘটনায় নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ না দেওয়ায় পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা করেছে বলে জানান পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ।