পাবনার সুজানগর উপজেলার স্থানীয় হাট-বাজার থেকে অভিযান চালিয়ে ২ মণ জাটকা উদ্ধার করেছে উপজেলা মৎস্য বিভাগ। গত বুধবার বিকালে উপজেলার শ্যামগঞ্জ হাটে অভিযান চালিয়ে এসব জাটকা উদ্ধার করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা নূরকাজমীর জামান খান জানান, কতিপয় অসাধু মৎস্যজীবী সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মা নদী থেকে জাটকা শিকার করে উক্ত হাটে বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন আলীর নেতৃত্বে উপজেলা মৎস্য বিভাগ অভিযান চালিয়ে মণ জাটকা ইলিশ উদ্ধার করে।
তবে এ সময় মৎস্যজীবীরা জাটকা ফেলে রেখে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। পরে উদ্ধারকৃত জাটকা স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয় বলে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম জানান।