পাবনায় গণপূর্ত ভবনে অস্ত্র নিয়ে প্রবেশের ঘটনায় দুই আওয়ামী লীগ নেতার দুটি শটগা*নের লাইসেন্স বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার সংশ্লিষ্টদের চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক কবীর মাহমুদ।
পাবনার জেল প্রশাসক কবীর মাহমুদ জানান, পাবনা গণপূর্ত ভবনে সম্প্রতি কয়েকজন ঠিকাদার আওয়ামী লীগ নেতাদের অ*স্ত্র নিয়ে প্রবেশের ঘটনা তদন্তে অস্ত্র আইনের শর্ত ভঙ্গ হয়েছে জানিয়ে প্রতিবেদন দিয়েছে পুলিশ।
তদন্ত প্রতিবেদনে বৈধ অ*স্ত্রের অবৈধ ব্যবহার হওয়ায় লাইসেন্স বাতিলের সুপারিশ করা হয়। এর প্রেক্ষিতে জেলা প্রশাসন কার্যালয় থেকে ইস্যুকৃত ঠিকাদার এম আর খান মামুন ও শেখ আনোয়ার হোসেন লালুর শটগা*নের লাইসেন্স বাতিল করা হয়েছে।
ঠিকাদারদের প্রদর্শিত অস্ত্রও জব্দ করা হয়েছে। জেলা প্রশাসন লাইসেন্স বাতিল করায় জব্দকৃত অস্ত্রগুলি সরকারের সম্পত্তি হিসেবে বিবেচিত হবে।
উল্লেখ্য, গত ৬ জুন পাবনা গণপূর্ত ভবনে কয়েকজন ঠিকাদার আওয়ামী লীগ নেতাদের অ*স্ত্র নিয়ে প্রবেশের ঘটনায় দেশজুরে তোলপার সৃষ্টি হয়। তবে এ ঘটনায় পাবনা গণপূর্ত বিভাগ এখন পর্যন্ত কোন মামলা দায়ের করে নাই।