পাবনায় থানা ভবনের ছাদে এসআইয়ের গুলিবিদ্ধ মরদেহ, পুলিশ বলছে ‘আত্মহত্যা’

পাবনার সদর উপজেলার আতাইকুলা থানা ভবনের ছাদ থেকে সাব-ইন্সপেক্টর (এসআই) হাসান আলীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে- নিজের মাথায় নিজেই গুলি চালিয়ে আত্মহত্যা করেছে হাসান আলী।

শনিবার (২০ মার্চ) দিবাগত রাতে থানার ছাদে তিনি আত্মহত্যা করেন। রবিবার (২১ মার্চ) সকাল তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

সকালে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, হাসান আলী এক বছর আগে আতাইকুলা থানায় যোগ দেন। তিনি অবিবাহিত ছিলেন। থানার ছাদে শনিবার দিবাগত রাত ২টার পর থেকে ভোর পর্যন্ত কোনো এক সময় তিনি পিস্তল দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন। রোববার সকালে তার মৃতদেহ পাওয়া গেছে।

আত্মহত্যার কারণ সম্পর্কে তিনি জানান, ঘটনাস্থলে েতার ব্যবহৃত মোবাইলের সিমটি ভাঙা অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কোনো বিষয়ে মোবাইলে কথা বলতে গিয়ে উত্তেজিত হয়ে ক্ষোভে অভিমানে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ