পাবনায় তিন কৃষকের বসতভিটা পুরে ছাই

পাবনার সদর উপজেলার আতাইকুলায় অগ্নিকা-ে তিন কৃষকের বাড়ি-ঘর পুরে ছাই হয়ে গেছে। এতে ধান, চাল, পাট, পেঁয়াজসহ ১০ লাখের অধিক টাকার মালামালের ক্ষয়-ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (১ মার্চ) আতাকুলা ইউনিয়নের দক্ষিণ কুঁচিয়ামোরা গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ কৃষকরা হলেন- গ্রামের মৃত তয়েনউদ্দিন প্রামাণিকের দুই ছেলে জিয়াউর রহমান ও এরশাদ হোসেন এবং তাদের প্রতিবেশি ইয়াকুব আলী।

ক্ষতিগ্রস্থ কৃষকরা জানান, রান্না করার সময় অসাবধানবসত মঙ্গলবার দুপুরের দিকে আগুনের সূত্রপাত হয়। এতে জিয়াউর রহমানের একটি বড় চারচালা ঘর, ঘরে থাকা নগদ এক লাখ টাকা, দুটি রান্না ঘর, ২০ মণ ধান, ৫ মন চাউল, ৫ মণ পাট, পেঁয়াজ ১০ মন, রসুন ৮ মণ, খাট, সুকেজ, টিভি, ফ্রিজ, আলমারিসহ ঘরে থাকা সব মালামাল পুরে ছাই হয়। এতে তার ৬ লাখ টাকার মতো আর্থিক ক্ষয়-ক্ষতি হয়।

অপরদিকে এরশাদের একটি বড় ঘর, দুটি রান্না ঘর, ২০ মণ ধান, ৩ মন চাউল, পেঁয়াজ ৫ মন, খাট, সুকেজ, টিভি, ফ্রিজ, আলমারিসহ ঘরে থাকা সব মালামাল পুরে ছাই হয়। এতে তার ক্ষতি হয় প্রায় ৪ লাখ টাকার। এছাড়াও প্রতিবেশি ইয়াকুব আলীর একটি ঘর ও দুটি ছাগল পুরে গেছে।

ভুক্তভোগী কৃষক জিয়া ও এরশাদ বলেন, ‘আমাদের শেষ সম্বল টুকুও শেষ হয়ে গেছে। অনেক কষ্ট করে আমরা বসতভিটা তৈরি করেছিলাম। ক্ষেতের অনেক ফসলও পুরে গেছে। এখন আমরা শূন্য। পড়ার মতো কাপড়ও নেই। পরিবার-পরিজন নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন-যাবন করছি।’

পাবনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাকির হোসেন জানান, দুপুরের দিকে আগুন লাগার ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটি ইউনিট সেখানে যায়। এলাকাবাসীর সহযোগিতায় প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আতাইকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করে কৃষকদের ক্ষয়-ক্ষতির পুরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ