পাবনায় ট্রাকের ধাক্কায় সিএনজির ২ যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক: পাবনায় ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার পাবনা-সুজানগর সড়কে আতাইকুলের দুবলিয়া বাজারের পাশে এ ঘটন ঘটে।

নিহতরা হলেন- সুজানগরের ভবানীপুর গ্রামের মৃত মুনা কুন্ডুর ছেলে ঝন্টু কুন্ডু (৬০) এবং মানিকদীর গ্রামের আব্দুল বারেকের স্ত্রী আরিফা খাতুন (৩৫)।

আহতরা হলেন- নিহত আরিফা খাতুনের স্বামী আব্দুল বারেক (৪০) এবং সুজানগর হাসপাতাল পাড়ার আব্দুল কাদের মাস্টার (৬০) ও তার স্ত্রী রওশন আরা খাতুন রেনু মাস্টার (৫৫)।

বিষটি নিশ্চিত করে আতাইকুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, সুজানগর থেকে পাঁচজন যাত্রী নিয়ে পাবনা শহরে যাচ্ছিল সিএনজি। পথে দুবলিয়া বাজারের পশ্চিম পাশে পৌঁছালে পাবনা থেকে সুজানগরগামী কয়লা ভর্তি একটি ড্রাম ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হোন। আহত হোন আরও ৩ জন। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠায়।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ