পাবনায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আরেকজন গুরুতর

পাবনার সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এঘটনায় আরেক আরোহী আহত হয়েছেন। তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পাবনা-পাকশী আঞ্চলিক সড়কের দাপুনিয়া বাজারের সামনে এঘটনা ঘটে।

নিহত কামরুল ইসলাম (৩৫) দাপুনিয়া ইউনিয়নের টিকুরী গ্রামের আমিরুল ইসলামের ছেলে। আহত বিপুল (৩৪) একই ইউনিয়নের খোদাইয়পুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির উপ-পুলিশ পরির্দশক সোলাইমান জানান, সকালে দাপুনিয়া থেকে কামরুল ও বিপুল মোটরসাইকেলে ঈশ্বরদীর ইপিজেডে তাদের কর্মস্থলে যাচ্ছিলেন। সকাল ৭টার দিকে তারা দাপুনিয়া বাজারে পৌঁছালে ঈশ্বরদী থেকে পাবনা শহরগামী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কামরুল নিহত হন। আহত অবস্থায় বিপুলকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ