পাবনায় টিউবওয়েলে পানি পান করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

পাবনার ঈশ্বরদী উপজেলায় মোটরে চালিত টিউবওয়েলের পানি পান করতে গিয়ে  ইমন ইসলাম (১২) বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃতু হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার লক্ষীকুণ্ডা ইউনিয়নের চরকুড়ুলিয়া গ্রামের এ ঘটনা ঘটে।

নিহত ইমন ইসলাম চরকুড়ুলিয়ার কিরাতপাড়ার দওলাত মালের ছেলে। এঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় বাসিন্দা মো: ইয়াছিন প্রামাণিক জানান, টিউবওয়েলে অসতর্কভাবে বিদ্যুৎ সংযোগ থাকায় এই ঘটনা ঘটে। এমন টিউবওয়েলে অসতর্ক বিদ্যুৎ সংযোগে দুর্ঘটনা গ্রামে প্রায়শই ঘটে থাকে। আমি খুবই দুঃখিত এই শিশুর অকালমৃত্যুর জন্য।

চাকরিজীবী আরিফ হোসেন জানায়, অনেক পুরাতন তার ও মোটরে সরাসরি সংযোগ হয়েছিল। তিনি প্রাথমিক চিকিৎসা দিয়ে পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ