পাবনার বেড়া উপজেলার আমিনপুরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা রাজনীতির পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সর্বহারা দলের সঙ্গেও জড়িত।
বুধবার (১২ অক্টোবর) দুপুরে গ্রেফতারের বিষয়টি পাবনা বার্তা ২৪ ডটকমকে নিশ্চিত করেন আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী। এর আগে মঙ্গলবার (১১ অক্টোবর) রাতে আমিনপুরের ঢালারচর ইউনিয়নের মিরপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মিরপুর গ্রামের মৃত বাহাদুর সরদারের ছেলে ইউনূস সরদার (২৮), সামাদ সরদারের ছেলে মাসুদ সরদার (২২) ও মৃত ইমান সরদারের ছেলে জিলাল সরদার (৪০)। গ্রেফতারকৃতরা সবাই ঢালারচর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কোরবান আলী সরদারের অনুসারী।
ওসি রওশন আলী বলেন, তারা নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সর্বহারা দলের সঙ্গে জড়িত এবং এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি ওয়ান সুটারগান ও একটি ১২ ভোর কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেফতারদের মধ্যে ইতিপূর্বে ইউনূস ও মাসুদের নামে থানায় মামলা রয়েছে।
রাজনৈতিক পরিচয় আছে কি-না এমন প্রশ্নের জবাবে ওসি জানান, মাসুদ সরদার ঢালারচর ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। বাকিদের রাজনৈতিক পদ এখনও নিশ্চিত হতে পারেনি।
এবিষয়ে ক্ষোপ প্রকাশ করে চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কোরবান আলী সরদার পাবনা বার্তা ২৪ ডটকমকে বলেন, ‘সবাই আওয়ামী লীগ-ছাত্রলীগ করে, আওয়ামী পরিবারের সন্তান, তারা কোনও সন্ত্রাসী নয়। তারা মিরপুর বাজারে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানে বসেছিল। কিন্তু হঠাৎ করে ওসি সাহেব চাউলের সিলিপ দেয়ার কথা বলে ঘর আটকে দিয়ে তাদের অস্ত্র দিয়ে গ্রেফতার দেখিয়েছেন। ওসি সাহেব এখানে রাজনৈতিক ফায়দা লুটতেছেন। আসলে উনি (ওসি) এখানে রাজনীতি করতে আসছেন, ওসিগিরি করতে আসেন নাই।’