ভাঙ্গুড়া প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় ভিজিডি চাল বিতরণের সময় চাঁদাবাজি করতে গিয়ে ৩ হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে আব্দুর রাজ্জাক নামের এক ছাত্রলীগ নেতাকে। রাজ্জাক খানমরিচ ইউনিয়ন ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক ও ময়দানদীঘি এলাকার আব্দুল জব্বারের ছেলে।
শুক্রবার দুপুরের দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান খানমরিচ ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতে এই জরিমানার আদেশ দেন। তবে রাত ৮টার দিকে বিষয়টি জানাজানি হয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঈদুল আজহা উপলক্ষে শুক্রবার দরিদ্রদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ খাদ্য সহায়তা ভিজিডির ১০ কেজি করে চাল বিতরণ করছিলেন খানমরিচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা। এ সময় খানমরিচ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের নেতৃত্বে কয়েকজন সেখানে উপস্থিত হয়ে বনভোজেনের কথা বলে চাঁদা হিসেবে ৫ বস্তা চাল দাবি করেন। কিন্তু খানমরিচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দ চাঁদা দিতে অস্বীকৃতি জানান।
চাঁদা না পেয়ে আব্দুর রাজ্জাকের নেতৃত্বে কয়েকজন সেখানে উচ্চবাচ্য কথা বলে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করেন। এ সময় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যরা দুজনকে ইউনিয়ন পরিষদে আটকে রেখে উপজেলা নির্বাহী অফিসার ও ভাঙ্গুড়া খানা পুলিশকে খবর দেন।
পরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান ও ভাঙ্গুড়া থানার এসআই মোস্তফা ঘটনা স্থলে হাজির হয়ে ঘটনার সতত্যা পান। এরপর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট মোহাম্মদ নাহিদ হাসান খান ভ্রাম্যমান আদালতে আব্দুর রাজ্জাককে ৩ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
এ ব্যপারে খানমরিচ ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন মিঠু জানান, বনভোজনের জন্য চাল চাঁদা হিসেবে না পেয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল তারা। তাই ইউএনও ও থানা পুলিশকে বিষয়টি অবগত করা হয়েছিল।
এ ব্যপারে ভাঙ্গুড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুল হাসান বিপ্লব সমকালকে জানান, ঘটনার বিষয়ে অনুসন্ধান করে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।
ভাঙ্গুড়া থানার ওসি মুঃ ফয়সাল বিন আহসান বলেন, ইউনিয়ন পরিষদে চাল বিতরণের সময় বিশৃঙ্খলার খবর পেয়ে এসআই মোস্তফাকে সেখানে পাঠানো হয়েছিল।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ নাহিদ হাসান খান জানান, বনভোজনের জন্য তারা ইউনিয়ন পরিষদের নিকট থেকে কয়েক বস্তা চাল দাবি করে। কিন্তু তারা চাল না পেয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিল এমন খবর পেয়ে সেখানে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পাওয়ায় তাদের ভ্রাম্যমান আদালতে ৩ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করা হয়েছে।