পাবনা সদর উপজেলায় ঘুমন্ত অবস্থায় বাবাকে পিটিয়ে হত্যা করেছে ছেলে। রবিবার (২ ফেব্রুয়ারি) রাতে কোনো এক সময় সদর উপজেলার চর সাধুপাড়া এলাকায় এঘটনা ঘটে।
নিহত আলাল প্রামানিক চরসাধুপাড়ার মৃতঃ সাদেক আলীর ছেলে। সে পেশায় রিকশাচালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দরা জানান, প্রতিদিনের মতো রোববার রাতে বাবা-ছেলে এক ঘরে ঘুমিয়ে ছিল। রাতের কোনো এক সময় ছেলে আলমগীর হোসেন কাঠের বাটাম দিয়ে পিতা আলাল প্রামানিকের মাথায় উপর্যুপুরি আঘাত করে হত্যা করেন। পরে ঘরে তালা দিয়ে বাইরে এসে ঘুমিয়ে পড়েন ছেলে আলমগীর। সোমবার সকালে স্থানীয়রা টেরপেয়ে ছেলে আলমগীরকে আটক করে পুলিশকে খবর দেয়া হয়।
পাবনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ জানান, সোমবার সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ছেলেকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরো জানান, পিতাকে হত্যাকারী ছেলে আলমগীর হোসেন মানসিক প্রতিবন্ধী বলে প্রথমিকভাবে জানা গেছে।