ফজরের নামাজ পড়তে দিল না ঘাতক ট্রাক। নামাজ পড়তে যাওয়ার পথে পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশীতে অবস্থিত ইপিজেডের এক কর্মকর্তা ড্রাম ট্রাকের চাপায় নিহত হয়েছেন।
রবিবার (৭ ফেব্রুয়ারি) ভোরে ঈশ্বরদী ইপিজেড সড়কের বাঘইল পশ্চিমপাড়া (ঠাকুরপাড়া) মসজিদের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত সুমন (৩৫) ঈশ্বরদী ইপিজেডের এবা কোম্পানির কর্মকর্তা ছিলেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত সুমন প্রতিদিনের ন্যায় ভোরে ফজরের নামাজ পড়তে বাসা থেকে হেটে ওই মসজিদে যাচ্ছিলেন। ভোরে কুয়াশার মধ্যে ঘাতক একটি ড্রাম ট্রাক সুমনকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে সুমনের শরীরের নিম্ন অংশ খন্ড বিখন্ড হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।
জানা যায়, নিহত সুমনের পৈতৃক বাড়ি নাটোরের লালপুরে। তার বড় ভাই সাইফুলের বিবাহের সূত্র ধরে তারা এখন বাঘইল পশ্চিমপাড়ায় বসবাস করেন।
ঈশ্বরদী থানার সাব ইন্সপেক্টর (এসআই) আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ঈশ্বরদী থানায় নিয়ে আসা হয়েছে। ঘাতক ট্রাক ও ড্রাইভারকে শনাক্ত করে আটকের চেষ্টা চালানো হচ্ছে।