পাবনায় গ্যাস সিলিন্ডারে শিশুসহ দগ্ধ ৬

পাবনার বেড়া উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ ছয় জন দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে এই ঘটনা ঘটে। আহতদের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, বেড়া পৌর সদরের শেখপাড়ার আবু শেখের বাড়ির সিলিন্ডারের গ্যাস ফুরিয়ে গেলে পাশেই জাহাঙ্গীর হোসেনের দোকান থেকে নতুন গ্যাস সিলিন্ডার বাসায় নিয়ে যান। ব্যবসায়ী জাহাঙ্গীর বাসায় গিয়ে পুরাতন সিলিন্ডার খুলে নতুন গ্যাস সিলিন্ডারের সাথে চুলোয় সংযোগ দেওয়ার সময়ে সিলিন্ডারে আগুন ধরে যায়।

এ সময় সিলিন্ডারটি দ্রুত ঘরের বাইরে নিয়ে গেলে বিস্ফোরিত হয়। এতে গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন (৩৫), আবু শেখ (৪৫), তার ছেলে কালাম শেখ (৩০), কালু শেখ (২৭), প্রতিবেশী আলহাজ্ব প্রামানিক (৬৫) ও শিশু নিতি অগ্নিদগ্ধ হয়।

বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক‌্যাল অফিসার ডা. শেখ সরদার মিলন মাহমুদ জানান, হাসপাতালে আনার পর গুরুতর দগ্ধ পাঁচ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক‌্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

তাদের শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে। এছাড়া অল্প দগ্ধ একজন বেড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ