জাতীয় ভোক্তা অধিকার পাবনা শহরের লতিফ টাওয়ারে অবস্থিত সুপারশপ গোল্ডেন বাস্কেটে সরবরাহকৃত নকল কয়েলের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। জাতীয় ভোক্তা অধিকার আইন সংরক্ষণ অধিদপ্তর, পাবনার এর সহকারী পরিচালক মোঃ আব্দুস সালামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে সুপারশপ গোল্ডেন বাক্সেটে সরবরাহকৃত বাওমা ব্র্যান্ডের নকল কয়েল জব্দ করা হয় এবং গোল্ডেন বাক্সেট কর্তৃক সহযোগিতায় পাবনাসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বাওমা ব্র্যান্ডের নকল কয়েলের সরবরাহকারী মোঃ মেহেদী হাসান (৩৫) এর সহযোগীসহ গ্রেফতার করা হয়।
পরে তার স্বীকারোক্তিতে তার বাড়িতে ও সুনামধন্য এক কুয়িয়ার সার্ভিস প্রতিষ্ঠানে পুলিশি অভিযান পরিচালনা করা হয় এবং উক্ত কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান হতে নকল বাওমা ব্র্যান্ডের অনুরুপ তৈরিকৃত বোমা (Booma) নামক নকল কয়েল জব্দ করা হয়। পরে আসামীদের বিভিন্ন মেয়াদে জরিমানা করা হয়েছে বলে কর্মকর্তারা জানান।
এ ব্যাপারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে সার্বিকভাবে মহযোগিতা করেন রফিক এন্ড কোম্পানী (প্রাঃ) লিমিটেড এর বাওমা ব্র্যান্ডের আসল কয়েলের ডিভিশনাল সেলস্ ম্যানেজার মোঃ গোলাম মোরশেদ।