‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের এই ক্লান্তিলগ্নে গরীব দুঃখী সাধারণ পরিবারে পাশে এসে দাঁড়াচ্ছেন সুজানগর উপজেলার রাণীনগর গ্রামের এক ঝাঁক মেধাবী তরুণ।
তারা নতুন নতুন আইডিয়াবের করে গ্রামের সাধারণ মানুষকে এই মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষার বিষয়ে সচেতন করে যাচ্ছেন। এবং তারা নানা ধরণের উদ্দ্যোগ গ্রহণ করছেন।
তারই ধারাবাহিকতায় রাণীনগর ইয়াং সোসাইটির পক্ষথেকে রমজান মাস উপলক্ষে নিম্নবৃত্ত, নিম্নমধ্যবিত্ত ও অসহায় মানুষের মাঝে গভীর রাতে বাড়িতে বাড়িতে গিয়ে উপহার সামগ্রী প্রদান করেছেন সংগঠনের পরিশ্রমী সদস্যরা।সংগঠনের পক্ষ থেকে তারা দেশবাসীর কাছে দোয়া ও সামর্থন প্রার্থনা করেছেন।