পাবনায় গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জন শনাক্ত

গত ২৪ ঘণ্টায় পাবনায় মরণঘাতি করোনা ভাইরাস নতুন করে ১৩ জনের শরীরে পাওয়া গেছে। রাজশাহী ল্যাব থেকে প্রাপ্ত রিপোর্টে তাদের করোনা শনাক্ত হয়। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪২৮ জনে দাঁড়িয়েছে৷

নতুন আক্রান্তদের মধ্যে ৮ জন জেলা সদর ও ৫ জন সুজানগর উপজেলার বাসিন্দা৷ জেলায় সবচেয়ে বেশি আক্রান্ত (২৫৪ জন) সদর উপজেলায়। এছাড়া সুজানগরে ৫৭, ঈশ্বরদীতে ২৯, আটঘরিয়ায় ২১, ভাঙ্গুড়ায় ১৯, চাটমোহরে ১২, সাঁথিয়ায় ২৪, ফরিদপুরে ৬ এবং বেড়ায় ৬ জন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, এ পর্যন্ত জেলায় ভাইরাসটিতে ৮ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩২ জন। আক্রান্তদের মধ্যে ১২ জন হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন। বাকিরা হোম আইসোলেশনে।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ