পাবনার সাঁথিয়ায় ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণ চেষ্টা করায় ভ্রাম্যমান আদালতে একজনকে ছয় মাসের কারাদন্ড দেয়া হয়।
পুলিশ ও সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, সাঁিথয়া উপজেলার পৌরসভাধীন খলিশাখালি গ্রামের হাসেম আলীর ছেলে এক সন্তানের জনক রিপন হোসেন (৩৫) রবিবার (২০ ডিসেম্বর) ওই কিশোরীর বাবা মায়ের অনুপস্থিতিতে তার বাড়িতে গিয়ে জোড়পূর্বক তাকে ধর্ষণের চেষ্টা করে। কিশোরী চিৎকার দিলে লম্পট রিপন পালিয়ে যায়। কিশোরীর অভিভাবক বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালে পুলিশ তাৎক্ষণিক রিপনকে আটক করে।
রবিবার দুপুরেই ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিট্রেট ও সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদ আসামী রিপনকে এই কারাদন্ড দেন। সাঁিথয়া থানার ওসি আসাদুজ্জামান জানান, লম্পট রিপনকে রোববার বিকেলে পাবনা কারাগারে পাঠঅনো হয়েছে।