পাবনায় কাভার্টভ্যান ভর্তি গাজাসহ ৪ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব-১২ পাবনা ক্যাম্পের একটি দল। মঙ্গলবার (৫ জানুয়ারি) সকালে পাবনা কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাবের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার আমিনুল কবীর তরফদারের নেতৃত্বে র্যাবের একটি দল চেকপোষ্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি করতে থাকে। এসময় একটি কাভার্ট ভ্যানে তল্লাশী চালিয়ে ৩১ কেজি গাঁজা উদ্ধারসহ চার জনকে আটক করে।
আটককৃতরা হলেন; লালমনিরহাট জুম্মাপাড়ার মৃত আমির আহমদ’র ছেলে হাসান আলী (৩৪), পাবনা শহরের দক্ষিণ রামচন্দ্রপুর এলাকার আফজাল মোল্লা’র ছেলে লিটন হোসেন (৩৮), হামিদপুর (গাঙপাড়া) মৃত আলিম উদ্দিন’র ছেলে হামিদ (৪০) এবং গাড়ি চালক নাটোরের লালপুরের গোপালপুর (বীরোপাড়া) গ্রামের নুর হোসেন’র ছেলে শিমুল (৩২)।
র্যাব জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে গাঁজা নিজেদের হেফাজতে রেখে পরিবহনের মাধ্যমে নিজ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিল।