পাবনায় কলেজছাত্রীদের ইভটিজিংয়ের দায়ে ৩ জনের কারাদণ্ড

পাবনার সুজানগর উপজেলায় কলেজছাত্রীদের ইভটিজিং করার দায়ে তিনজন নির্মাণ শ্রমিককে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রওশন আলী এই দণ্ডাদেশ দেন।

দণ্ডাদেশ প্রাপ্তদের মধ্যে উপজেলার কৃষ্ণপুর গ্রামের রাব্বি ইসলামকে (১৮) ১৫ দিন, জিকু প্রামাণিককে (২৫) ৭ দিন ও গোকুলপুর গ্রামের ইকরাম হোসেনকে (২৩) ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সুজানগর থানা পুলিশ জানায়, বুধবার দুপুর ১২টার দিকে দ্বাদশ শ্রেণির দুইজন ছাত্রী সুজানগর মহিলা ডিগ্রি কলেজে যাচ্ছিল। এ সময় কলেজের পাশে কর্মরত তিন নির্মাণ শ্রমিক কলেজছাত্রীদের উত্ত্যক্ত করে। খবর পেয়ে সুজানগর থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে আদালত তাদের বিরুদ্ধে দণ্ডাদেশ দেন।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ