খুব শিগগিরই পাবনায় করোনা ভাইরাসের ভ্যাকসিন দেয়া শুরু হবে। সে অনুযায়ী- পাবনার স্বাস্থ্য বিভাগগুলোতে পুরোদমে প্রস্তুতি গ্রহণ কর হয়েছে।
ইতোমধ্যেই মরণঘাতি এই করোনা ভাইরাসের ভ্যাকসিনগুলো পাবনায় এসে পৌঁছেছে। স্বাস্থ্য বিভাগ থেকে পাঠানো ভ্যাকসিনগুলো যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণ এবং গুদামজাত করা হয়েছে বলে সূত্রটি নিশ্চিত করেছে।
জেলার ৮৪ হাজার মানুষকে করোনা ভাইরাসের ভ্যাকসিন দেয়া হবে বলে জানিয়ে পাবনার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. একে আবু জাফর জানান, শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে জেলা স্বাস্থ্য বিভাগ ৮ হাজার ৪শ’ করোনা ভাইরাস প্রতিরোধক ভ্যাকসিন (ভায়েল) গ্রহণ করা হয়েছে। প্রতিটি ভ্যাকসিন থেকে ১০ জন করে মানুষকে প্রদান করা হবে। সেই হিসেবে ৮৪ হাজার মানুষের মধ্যে প্রয়োগ করা হবে।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ইতোমধ্যে তালিকা তৈরি ও রেজিস্ট্রেশনের কাজ চলছে। আগামী ৮ ফেব্রুয়ারি থেকে পাবনায় পর্যায়ক্রমে এই ভ্যাকসিন প্রয়োগ করার সম্ভাবনা রয়েছে।