হঠাৎ করে পাবনায় করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় রেকর্ড পরিমাণে আক্রান্তের পর দুইজনের মৃত্যুর খবর আসলো।
বুধবার (২৩ জুন) দুপুরে পাবনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের ইয়োলো জোনে চিকিৎসাধীন অবস্থায় দুইজন রোগী মৃত্যুবরণ করেন।
তারা হলেন- সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের সূর্য সরকারের ছেলে আব্দুর রশিদ সরকার (৫০) এবং পাবনা শহরের আরিফপুর মহল্লার আব্দুর রাজ্জাকের মেয়ে ইয়াসমিন আক্তার (৩৮)।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে পাবনা সদর হাসপাতালের সহকারি পরিচালক ডাঃ মোহম্মদ আয়ুব হোসেন বলেন, বুধবার করোনা সন্দেহভাজ ওয়ার্ডে ভর্তিকৃত যে দুইজন রোগীর মৃত্যু হয়েছে তাদের রেপিট এন্টিজেন টেস্ট করানো হয়েছে রেজাল্ট নেগেটিভ এসেছে। তবুও তাদের নমুনা পরিক্ষার জন্য সিরাজগঞ্জে পাঠানো হয়েছে দুই-একদিনের মধ্যেই তাদের করোনা পরীক্ষার রেজাল্ট পাওয়া যাবে।
পাবনা জেনারেল হাসপাতাল সূত্র জানায়, বর্তমানে পাবনা জেনারেল হাসপাতালের করেনা ওয়ার্ডে ২৬ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে রেড জোনে ভর্তি আছে ৮ জন আর সন্দেহভাজ উপসর্গ নিয়ে ভর্তি আছে ১৮ জন। এখন পর্যন্ত পাবনা জেনারেল হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১২ জনের।
পাবনার সিভিল সার্জন ডাঃ মনিসর চৌধুরী বলেন, সর্বশেষ ২২ জুন পাবনা থেকে নমুনা পাঠানো হয়েছিলো ৬৯৯ জনের এর মধ্যে ৮৮ জনের পজেটিভ রেজাল্ট এসেছে। বর্তমানে জেলাতে করোনা সংক্রমনের হার ১৩%। যা বিগত দিনের চাইতে উর্ধমুখী বলা যায়। তবে এখনো পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিভিন্ন জেলা শহরে সংক্রমনের হার বেরে যাওয়ার কারনে সেখানে লকডাউন চলছে। তবে আমাদের জেলাতে এখনো সেই পরিস্থিতি তৈরি হয়নি।
আরও পড়ুন>> ২৪ ঘণ্টায় একলাফে পাবনায় প্রায় ১শ জন আক্রান্ত
হঠাৎ করে সারা দেশের মতো পাবনা জেলাতেও করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। গত কয়েকদিন ধরেই জেলায় আগের দিনের তুলনায় রেকর্ড অতিক্রম করছে। আগেরদিন করোনার হটস্পট সীমান্তবর্তী জেলা চাপাইনবাবগঞ্জকে গিয়েছে পাবনা জেলা।
আর গত ২৪ ঘণ্টায় একলাফে পাবনায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৮৮ জন। এনিয়ে পাবনা জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৭শ ৮৮ জনে।
বুধবার (২৩ জুন) দুুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়েছে।
নতুন করে গত ২৪ ঘন্টায় পাবনায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য মতে, এ পর্যন্ত করোনা ভাইরাসে পাবনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২২ জন।
গত ২৪ ঘণ্টায় পাবনায় করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছেন আরও ১২ জন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৪০৬ জন। এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮৩ জন। বাকিরা বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন।
বাংলাদেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগীর শনাক্ত হলেও পাবনা জেলাতে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৯ মে। জেলার চাটমোহর উপজেলার নারায়ণগঞ্জ ফেরত এক শ্রমিকের শরীরের প্রথম এই ভাইরাস শনাক্ত হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। বিভাগে মোট মৃত্যুর সংখ্যা ৭৬৮ জন।
এ দিন নমুনা পরীক্ষায় বিভাগে নতুন ৮৪৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। সর্বোচ্চ আক্রান্ত রাজশাহীতে ৩৫২ জন। বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ৪৯ হাজার ৬৬৬ জন। নতুন করে সু্স্থ হয়েছেন ২৫৫ জন। মোট সুস্থ্য রোগীর সংখ্যা ৩৬ হাজার ৯০ জন। বিভাগে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছেন ৪ হাজার ৯৯২ জন কোভিড-১৯ রোগী। বাকীরা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।