পাবনায় এলজিইডির সড়ক নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম, সাফাই গাইলেন প্রকৌশলী

পাবনায় এলজিইডির সড়ক নির্মাণ কাজের ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের পাথর, বালি ও রড ব্যাহার। তবে মানতে নারাজ উপজেলা প্রকৌশলী।

অভিযোগে জানা যায়, পাবনার সাঁথিয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে জি ও বি মেইনটেনেন্স প্রকল্পের আওতায় প্রায় ৪০ লক্ষ টাকা ব্যয়ে আজাহার-আফসার আলী সড়কের সাঁথিয়া পৌরসভার তিন মাথা মোর থেকে পোস্ট অফিস হয়ে ডাঃ আবুল হোসেনের বাড়ির মোর পর্যন্ত প্রায় ২৫০ মিটার আরসিসি সড়কের নির্মাণ কাজের দায়িত্ব পান আহম্মেদ এন্টারপ্রাইজ নামে ঠিকাদারী প্রতিষ্ঠান।

শুরু থেকেই ঠিকাদারী প্রতিষ্ঠান ও সাঁথিয়া উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের সংশ্লিষ্ট দায়িত্বরত অসাধু কর্মকর্তার যোগসাজসে অনিয়ম করে আসছে। প্রথমত সড়কের নিম্নমানের রড দেয়াকে কেন্দ্র করে স্থানীয়দের সাথে বিতর্ক হয় সংশ্লিষ্ট ঠিকাদারের। পরে বিষয়টি উপজেলা প্রকৌশলীর নিকট অভিযোগ করলে নিম্নমানের রড সরিয়ে নেয়া হয়।

অপরদিকে সরজমিনে দেখা যায়,  ঢালাই মিক্সিংয়ে ব্যাপক অনিয়ম। এক দিকে মরা পাথর তা আবার ১ বস্তা সিমেন্টে ৫ কারাইয়ের পরিবর্তে ৭ কারাই পাথর ও ২ কারাই বালির পরিবর্তে সেখানে ৩ টুকড়ি বালি দিয়ে ঢালাই মিক্সিং করা হয়েছে।

কারাইয়ের পরিবর্তে টুকড়ি ব্যবহারের কারণ হিসাবে জানা গেছে, টুকড়িতে বেশী পরিমাণ বালি দেয়া যায়। মরা পাথর ও ময়লা আবর্জনা মিশ্রিত নিম্নমানের বালির ব্যবহার হওয়ায় কাজের মান নিম্নমানের হয়েছে। অপরদিকে ৮ইঞ্চি ঢালাইয়ের ক্ষেত্রে ৭ ইঞ্চি ঢালাই করা হয়েছে।

বিষয়টি উপজেলা প্রকৌশলী ও দায়িত্বরত কর্মকর্তাকে বললে তারা কোন কর্ণপাত না করেই ঢালাইয়ের কাজ শেষ করেন। পরে সাংবাদিকদের গোপন ক্যামেরা দিয়ে ঢালাই মিক্সিং এর ভিডিও করা হয়। তাতে সব কিছু ফুটে উঠে।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রকৌশল অফিসের এক কর্মচারী জানান, তদন্ত আসলে আজহার-আফসার আলী সড়কের প্রথম অংশের ১২ মিটারের মধ্যে থেকে স্যাম্পল নিয়ে ল্যাবে পাঠানো হবে। কারণ এই ১২ মিটার কাজ সিডিউল অনুযায়ী করা হয়েছে।

তবে পুরো কাজই নয়ছয় হয়েছে কিন্তু সাংবাদিকদের ভিডিও করার বিষয়টি টের পেয়ে মাধপুর-সাঁথিয়া সড়কের সাথে লাগানো প্রথম অংশের মাত্র ১২ মিটার কাজ সিডিউল মোতাবেক করেন।

স্থানীয় বাসিন্দারা ও নাম প্রকাশে অনিচ্ছুক বাজারের এক ব্যবসায়ী বলেন, পুরো কাজেই অনিয়ম হয়েছে। সড়ক নির্মাণকাজে এক বস্তা সিমেন্টের সাথে ৭ কারাই পাথর ও ৩/৪ টুকড়ি বালি দিয়ে ঢালাই মিক্সিং করা হয়েছে।

তারা আরও বলেন, পাবনায় এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের বিষয়টি সংশ্লিষ্ট দায়িত্বরত কর্মকর্তাকে অবহিত করলে তিনি আমাদের উপর রেগে উঠেন এবং অশালীন কথাবার্তা বলেন।

তবে এই বিষয়ে সাফাই গাইলেন উপজেলা প্রকৌশলী মোঃ শহিদুল্লাহ। কাজ ভালো হয়েছে দাবি করে তিনি বলেন, কাজের মান খুব ভাল হয়েছে। কোন প্রকার অনিয়ম করা হয়নি। এক বস্তা সিমেন্টে ২ টুকড়ি বালি ও ৫ কারাই পাথর দিয়েই ঢালাই মিক্সিং হয়েছে।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ