পাবনায় একদিনেই শনাক্ত ৭৬, একলাফে সংখ্যা দাঁড়াল প্রায় সাড়ে ৮শ!

নমুনা পরীক্ষার জন্য একটি পিসিআর ল্যাব সংকটে পাবনায় করোনা ভাইরাসের রোগী সংখ্যা স্থির হয়ে থাকলেও হঠাৎ করে দুই দিনের ব্যবধানে সংখ্যা বাড়িয়েছে অর্ধ শতাধিক। পাবনায় জেলায় মরণঘাতি এই করোনা ভাইরাসের আক্রান্ত রোগী সংখ্যা ৮২২ জন।

রবিবার (২৬ জুলাই) সকালে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্যের এবং আইডিসিআরের দেয়া বিভাগীয় তথ্য থেকে এ তথ্য জানা গেছে।

ডা. গোপেন্দ্রনাথ আচার্য এবং আইডিসিআরের দেয়া তথ্য অনুযায়ী, শুক্রবার (২৪ জুলাই) পাবানয় মোট রোগী ছিল ৭৪২ জন এবং গতকাল শনিবার (২৫ জুলাই) মোট রোগী সংখ্যা দাঁড়িয়েছিল  পাবনার ৭৪৬ জনে।

কিন্তু একদিনের ব্যবধানে রবিবার (২৬ জুলাই) রোগী সংখ্যা দাড়িয়েছে ৮২২ জনে। সেই হিসেবে পাবনায় গত ২৭ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত সংখ্যা ৭৬ জন।

রবিবার (২৬ জুলাই) ডা. গোপেন্দ্রনাথ আচার্য জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগের আট জেলায় করোনায় আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। শুধু বগুড়া জেলাতেই আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জ ও সিরাজগঞ্জে একজন করে মারা গেছেন। বিভাগে এখন মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ১৬৮ জনে দাঁড়িয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের মতে, দেশে এখন রাজশাহী বিভাগে করোনার পিক চলছে। সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় রাজশাহী বিভাগে সর্বাধিকসংখ্যক করোনা রোগী প্রতিদিনই শনাক্ত হচ্ছেন।

বিভাগীয় স্বাস্থ্য দফতরের তথ্যানুযায়ী, করোনা শুরুর পর থেকে এখন পর্যন্ত বগুড়ায় সর্বোচ্চ ১০০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া রাজশাহীতে ২২, চাঁপাইনবাবগঞ্জে চারজন, নওগাঁয় ১৪ জন, নাটোরে একজন, জয়পুরহাটে দুজন, সিরাজগঞ্জে ১২ এবং পাবনায় ১২ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন ৩১৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে রাজশাহীতে ৬৬ জন, চাঁপাইনবাবগঞ্জে ৮৪, নওগাঁয় দুজন, বগুড়ায় ৫৯, সিরাজগঞ্জের ২৭ এবং পাবনায় ৭৬ জন শনাক্ত হয়েছেন।

এদিকে রাজশাহী বিভাগে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৬৫৬ জন। এর মধ্যে সর্বোচ্চ ৪ হাজার ৫০৫ জন শনাক্ত হয়েছেন করোনার হটস্পট বগুড়ায়। এ ছাড়া রাজশাহীতে ২ হাজার ৬৬৯ জন, চাঁপাইনবাবগঞ্জে ৪১৬, নওগাঁয় ৯২১, নাটোরে ৩৯১, জয়পুরহাটে ৬৬১, সিরাজগঞ্জে ১ হাজার ২৭১ জন এবং পাবনায় ৮২২ জন শনাক্ত হয়েছেন।

তবে গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ১৬২ জন করোনামুক্ত হয়েছেন। এর মধ্যে ৬১ জনই বগুড়ার বাসিন্দা। এ ছাড়া এদিন রাজশাহীর ৪৩ জন, নওগাঁর ১৯, সিরাজগঞ্জের ২২ জন এবং পাবনার ১৪ জন সুস্থ হয়েছেন।

রাজশাহী বিভাগে এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ৫ হাজার ৭৯৯ জন। এর মধ্যে রাজশাহীর ১ হাজার ১২ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৫৩, নওগাঁর ৬৪৪, নাটোরের ১৫২, জয়পুরহাটের ২০০, বগুড়ার ২ হাজার ৯০৬, সিরাজগঞ্জের ৩৭৫ এবং পাবনার ৩৩৭ জন করোনামুক্ত হয়েছেন।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ