ঈদে জামা না পেয়ে বাবার ওপর অভিমান করে লতা খাতুন (১৫) নামের এক স্কুলছাত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। গত বুধবার রাতে পাবনার চাটমোহরে এ ঘটনা ঘটেছে।
মৃত লতা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের পাচুড়িয়া বড় দহপাড়া গ্রামের রওশন আলীর মেয়ে। সে পাচুড়িয়া মুক্তিযোদ্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী ছিল।
লতার পিতা রওশন আলী জানান, ঈদ উপলক্ষে ছেলে নয়ন মন্ডলকে নতুন পোশাক কিনে দিয়েছি। আর্থিক সংকটের কারণে মেয়েকে নতুন পোশাক কিনে দিতে পারেনি। এতে অভিমান করে সে শোবার ঘরের ডাবের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।
ঘটনার দিন রওশন ও তার স্ত্রী আছমা খাতুন তাদের আরেক মেয়ে সাথী খাতুনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। রাত দশটার দিকে ছেলে নয়ন বাড়িতে এসে দেখে লতা ফাঁস নিয়ে ডাবের সাথে ঝুলছে। খবর পেয়ে লতার মা-বাবা বাড়িতে আসেন এবং পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ৭ জুলাই বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।